ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

তামিমের ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই : সালাউদ্দিন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য মিরপুরে প্রস্তুত হচ্ছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিয়মিত অনুশীলনে যাচ্ছেন। এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) সাকিব আল হাসানকে অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন।এই অভিজ্ঞ কোচের ধারণা, তামিমের ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই। আর ফিটনেস টেস্টে সাকিবের পাস করা কঠিন হবে না। সাকিবের আগের জায়গায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী সালাউদ্দিন।


কাল মিরপুর একাডেমি মাঠে তিনি বলেন, ‘ভালো লাগছে যে সাকিব আবারও খেলা শুরু করবে। আমেরিকায় কী করেছে জানি না। যাওয়ার আগে ওর ফিটনেস ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকায় ফিটনেস নিয়ে কাজ করে থাকে, তাহলে তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাস করার ব্যাপারে। খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। আজ হোক কাল, সে আগের জায়গায় ফিরে আসবে।’


সালাউদ্দিন বলেন, ‘অনুশীলনের পরিকল্পনা নিয়ে আমার সঙ্গে এখনও কথা হয়নি সাকিবের। সে এখন বোর্ডের অধীনে। তাই বোর্ডের সঙ্গে আলোচনা করে অনুশীলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’


বিসিবির কোচ না হলেও সাকিব-তামিমদের কোচিং করাতে মাঝেমধ্যে মিরপুরে যেতে হয় সালাউদ্দিনকে। এবারও পিএসএলে খেলতে যাওয়ার আগে তামিমকে দেখতে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘মাঠে আমি মূলত তামিমের জন্য আসি। কী অবস্থায় আছে সেটাই দেখা। খুব বেশি তাকে শেখানোর জন্য আসি না। আমাকে দেখে হয়তো আত্মবিশ্বাস পায়। তার ব্যাটিংয়ে কোনো সমস্যা পাইনি।’

ads

Our Facebook Page